প্রচ্ছদ ›› শিক্ষা

২০৩০ সালের মধ্যে দেশে নিরক্ষর মানুষ থাকবে না: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০:৫৪ | আপডেট: ১ year আগে
২০৩০ সালের মধ্যে দেশে নিরক্ষর মানুষ থাকবে না: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, আগামীতে ২০৩০ সালের মধ্যে দেশে কোন নিরক্ষর মানুষ থাকবে না। নির্দিষ্ট সময়ে এই লক্ষ্য পূরণ করা হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মি লিটারেসি লার্নি স্পেসেস’ বা সাক্ষরতা শিখনের স্থানসমূহের রূপান্তর’।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। এখানো ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে। সরকার নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতার আওতায় আনতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলায় ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষর মানুষকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মধ্য দিয়ে মৌলিক সাক্ষরতা জ্ঞান প্রদান করা হয়েছে। এছাড়া বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বিদ্যালয়ে যায়নি এমন ৬ লাখ শিক্ষার্থীকে মৌখিক শিক্ষা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম শেষ হলে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।