জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০২০ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
রোববার ৭৯৭ টি কলেজের ৩য় বর্ষের ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩১১ টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭ টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।
ফলাফল জানবেন যেভাবে
সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh3Roll No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট results.nu.ac.bd/www.nubd.info থেকে জানা যাবে।