প্রচ্ছদ ›› শিক্ষা

আধুনিক প্রযুক্তি প্রশ্ন ফাঁস ঠেকাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০১ এপ্রিল ২০২২ ১২:৪৫:০৭ | আপডেট: ৩ years আগে
আধুনিক প্রযুক্তি প্রশ্ন ফাঁস ঠেকাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেলের ভর্তি পরীক্ষায় বেশ কয়েক বছর ধরেই প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে, গ্রেপ্তারও হয়েছেন জড়িত অনেকে। এ অবস্থায় এবারের ভর্তি পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে উল্লেখ করে প্রশ্ন ফাঁসের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা খুবই সতর্কতার সঙ্গে নিয়ে থাকি। এই পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের করে থাকি আমরা।”

মন্ত্রী বলেন, “যে গাড়িতে করে কেন্দ্রগুলোতে প্রশ্ন এসেছে, সে গাড়িগুলোকে আমরা ডিজিটালি ট্র্যাক করেছি। ডিরেক্টর জেনারেলের (ডিজি) অফিসে বসে আমরা দেখতে পারি কোথায় গাড়ি যাচ্ছে, থামছে কিংবা রওয়ানা দিচ্ছে। যে বাক্সে করে প্রশ্ন নেয়া হয়, সে বক্স খুললেও বলা যায় এই বক্স এখন খোলা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে।”

জাহিদ মালেক আরও বলেন, “নিরাপত্তার জন্য আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। এখানে পুলিশ, র‍্যাব দায়িত্ব পালন করছেন। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপও মনিটরিং করছি। ইতোমধ্যে আমরা দু’জনকে গ্রেফতারও করেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি কোনো অঘটন ঘটবে না। আমরা সতর্ক আছি।”