প্রচ্ছদ ›› শিক্ষা

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২১ ১৭:১৭:৪৯ | আপডেট: ৩ years আগে
আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন

আলিম পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড।

রোববার পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে এ সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে চলমান আলিম পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল সোমবার হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষাটি ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অন্যদিকে আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষাটি ৯ ডিসেম্বরের পরিবর্তে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এছাড়া অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।

মাদ্রাসা শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, ‘অনিবার্য কারণবশত পরীক্ষার তারিখে পরিবর্তন করা হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না।’