প্রচ্ছদ ›› শিক্ষা

আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২১ ১৬:৪৬:১৯ | আপডেট: ৩ years আগে
আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

শিক্ষকদের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন নীলক্ষেত মোড়ে আন্দোলনরত ঢাকা বিশ্ববদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দাবি পূরণ করা না হলে আগামী বৃহস্পতিবার থেকে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজে সমন্বয় প্রফেসর আই কে সেলিমুল্লাহ খোন্দকারের প্রতিনিধি হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা কলেজের অধ্যাপক আলতাফ উদ্দীন।

এসময় বিশেষ পরীক্ষার বিষয়ে বিবেচনা করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। শিক্ষকদের এমন আশ্বাসের পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

তিনি জানান, আগামীকাল শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার দাবি নিয়ে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিশেষ পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বিশেষ পরীক্ষা ও দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থীরা।

এদিন দুপুর ১টার দিকে থেকে ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অন্তত কয়েকশ শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এসময় দুই ঘণ্টার বেশি সময় নীলক্ষেত মোড় অবরোধ থাকায় আশপাশের এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। তাতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সীমাহীন ভোগান্তির সম্মুখীন হন ওই এলাকায় চলাচলকারী জনসাধারণ।