চলমান এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় প্রশ্নপত্রে একই প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দুটি পরীক্ষাতেই এসেছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ প্যারাগ্রাফ।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্নকর্তাকারীদের মান নিয়ে তোলা হয় প্রশ্ন। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।
আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’
গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বর প্রশ্নেও একই প্যারাগ্রাফ লিখতে বলা হয়। প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফটির জন্য ছিল ১৫ নম্বর।