প্রচ্ছদ ›› শিক্ষা

ইউআইটিএস ইংরেজি বিভাগের তৃতীয় লিট ফেস্ট অনুষ্ঠিত

১৭ অক্টোবর ২০২৩ ১৯:৩৬:১৪ | আপডেট: ৬ মাস আগে
ইউআইটিএস ইংরেজি বিভাগের তৃতীয় লিট ফেস্ট অনুষ্ঠিত

ইউআইটিএস ইংরেজি বিভাগের সাহিত্য-সাংস্কৃতিক উৎসব লিট ফেস্ট ২০২৩ উদযাপন হয়েছে। তৃতীয়বারের মতো এই আসরটি বসে ঢাকার বারিধারায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে। রোববার সকালে শুরু হওয়া এই লিট ফেস্টে সেমিনার, কর্মশালা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট ছিল।

বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের জমকালো উদ্বোধনী পর্ব শুরু হয়। এতে অংশ নেন বিশিষ্ট অতিথি, ছাত্র, শিক্ষক, প্রাক্তন ছাত্র এবং কর্মকর্তা-কর্মচারীরা। অতিথিদের মধ্যে ছিলেন ইউআইটিএসের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ.এন.এম. শরীফ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন সৈয়দা আফসানা ফেরদৌউস এবং বিভাগীয় প্রধান নাইমা আফরিনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

উৎসবের প্রথম দিনে “সাহিত্য, ভাষা এবং জীবনবোধ” শীর্ষক একটি জ্ঞানগর্ভ সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ইউআইটিএস পার্মানেন্ট ক্যাম্পাসের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই বুদ্ধিবৃত্তিক অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কায়সার হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডক্টর সাঈদুর রহমান। সঞ্চালনায় ছিলেন বিভাগীয় শিক্ষক তানিয়া তাবাসসুম তনু।

সেমিনারের পর, "বর্তমান কর্পোরেট মার্কেটে দক্ষ মানব সম্পদের প্রতিযোগিতামূলক সুবিধা" শিরোনামের একটি কর্মশালার মাধ্যমে উৎসবটি অব্যাহত ছিল। এই কর্মশালার লক্ষ্য ছিল ইউ আই টি এস এর ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের সমসাময়িক চাকরির প্রতিযগিতায় উন্নতির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা সম্পর্কে অবগত করা হয়, যাতে তারা ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করেত পারে।

মূল বক্তা ছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজ খালেদা পারভিন রুমা। তিনি শিক্ষার্থীদের সঙ্গে তার সুচিন্তিত এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন।