ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।
রোববার সারাদিন বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১১টায় একই ভবনের করিডোরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি হিসেবে আওয়ামীপন্থী প্যানেল থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (২১৮ ভোট) সভাপতি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার বিশ্বাস (১৪২ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের জন্য এটি একটি গৌরবময় বিজয়। এখানে আওয়ামী লীগ, বিএনপি ও জামাতপন্থী শিক্ষকেরা অংশগ্রহণ করেছিলেন। এতে আওয়ামীপন্থী শিক্ষকদের মধ্যে প্রায় সবাইসহ আমি নির্বাচিত হয়েছি। যা খুবই ভালো লাগার ও ঐতিহাসিক বিষয়। সকল শিক্ষক ও শিক্ষার্থীর মঙ্গলার্থে কাজ করে যাব।’
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মিজানুর রহমান জানান, সকলের অংশগ্রহণে অভিযোগহীন একটি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।