প্রচ্ছদ ›› শিক্ষা

উপজেলায় 'শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক' মনোয়ারুল হক

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ১৮:৩১:৩৮ | আপডেট: ৩ years আগে
উপজেলায় 'শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক' মনোয়ারুল হক
মো. মনোয়ারুল হক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় 'শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক' মনোনীত হয়েছেন মো. মনোয়ারুল হক। তিনি কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

উপজেলা পর্যায়ে 'জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২' এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হন তিনি।

বিচারক প্যানেল শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা-ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, সৃজনশীল প্রকাশনা, গুনগত মানের শিক্ষায় উদ্ভাবনী/ সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা এসব মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে আইসিটিতে অগ্রগামী তরুণ এ শিক্ষককে মাধ্যমিক স্কুল পর্যায়ে সেনবাগ উপজেলার 'শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক' ঘোষণা করেছেন।

মনোয়ারুল হক 'শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক' মনোনীত হওয়ায় তার নিজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও পরিচালনা পর্ষদসহ এলাকার সুধীজন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনুভূতি জানতে চাইলে মনোয়ারুল বলেন, এ অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং পরিচালনা পর্ষদসহ এলাকাবাসীর।