মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনলাইন শিক্ষা সহজলভ্য করতে অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল স্কলারশিপ ঘোষণা করেছে। ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, টেন মিনিট স্কুল এর সদর দপ্তরে, সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ ঘোষণা করেন টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা আয়মান সাদিক।
নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত সিরাজনগর উম্মুলকুরা ফাযিল মাদরাসার ষষ্ঠ শ্রেণি থেকে আলিম শ্রেণির শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়সহ অন্যান্য বিষয়ের শিক্ষামূলক ভিডিও ক্লাস অনলাইনে বিনামূল্যে করতে পারবে।
টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা আয়মান সাদিক বলেন, ‘বাংলাদেশের সকল শিক্ষার্থীদের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করতে এই শিক্ষাবৃত্তি অবদান রাখবে।’
সিরাজনগর উম্মুলকুরা ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মোঃ ওমর ফারুক ভূঁইয়া বলেন, ‘এই উদ্যোগ আমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
শিক্ষাবৃত্তি ঘোষণায় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, অধ্যাপক মোহাম্মদ নূরুল ইসলাম ও ইয়ুথ অপরচুনিটিসের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তার (সিওও), ডাঃ ওসামা বিন নূর।