২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এ বছর পাশের গড় হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার উচ্চ মাধ্যমিকে ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৫৩। অপরদিকে মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৮৪।
ব্যবধান দেখা গেছে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও। এবার ৮০ হাজার ৫৬১ ছাত্র জিপিএ-৫ পেলেও মেয়েদের ক্ষেত্রে এ সংখ্যা ৯৫ হাজার ৭২১। অর্থাৎ ছেলেদের চেয়ে ১৫ হাজার ১৬০ জন মেয়ে জিপিএ-৫ বেশি পেয়েছে।
এ বছর অংশগ্রহণকারী মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৯ হাজার ৫২২ এবং ছাত্রী পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫। তাদের মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ ছাত্র এবং চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন।