প্রচ্ছদ ›› শিক্ষা

এক হাজার শিক্ষার্থীকে সাইফ পাওয়ারটেকের বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২১ ১৪:০২:১৫ | আপডেট: ৩ years আগে
এক হাজার শিক্ষার্থীকে সাইফ পাওয়ারটেকের বৃত্তি

শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে দেশের ১ হাজার শিক্ষার্থীকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে বৃত্তি দিচ্ছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

করোনাকালে আর্থিক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ খাতে বছরে ব্যয় হবে এক কোটি ৮০ লাখ টাকা।

বৃহস্পতিবার ‘মহান শিক্ষা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তি প্রদান শুরু হয়েছে। ক্রমান্বয়ে দেশের ১ হাজার শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে।

রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের মেধাবী-আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

সংগঠনের মহাসচিব একএম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তফরদার মো. রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তরফদার রুহুল আমীন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি।

২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তারই স্নেহধন্য ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা তরফদার রুহুল আমিন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ ও দেশের মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদাণের ঘোষণা দেন। ২০২০ সালের ১৮ অক্টেকাবর শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ প্রদান করেন। এছাড়া দেশের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অংশ হিসেবে প্রতি মাসে জনপ্রতি দেড় হাজার টাকা করে পর্যায়ক্রমে মোট ১ কোটি ৮০ লাখ টাকা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তার বক্তব্যে দেশের শিশু-কিশোর-তরুণদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সততার সঙ্গে জীবন-যাপনের অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আমিনও শিশুদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের। প্রধানমন্ত্রী শিশুদের ভীষণ ভালোবাসেন। তিনি শিশুদেরকে পড়াশুনার প্রতি বেশি করে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর আহ্বানে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে শিক্ষামুখী করতে সাইফ পাওয়ারটেক সবর্দা কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।