ফেসবুক গ্রুপ খুলে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও সেই প্রশ্নপত্র পরীক্ষার্থীদের পাঠিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলো একটি প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মুঠোফোন ও প্রায় ২৭ হাজার টাকা জব্দ করা হয়।
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ছোট বঙ্গেশ্বরপুর গ্রামের মো. হাসিব (২০) ও নরশিয়াা গ্রামের মো. হামিদুর রহমান শান্ত (২০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোমস্তাপুর উপজেলা থেকে একটি প্রতারক চক্র ‘এসএসসি বোর্ড প্রশ্নপত্র’ নামক ফেসবুক আইডি তৈরি করে। আইডিতে ভুয়া প্রশ্নপত্রের নমুনা আপলোড দিয়ে ১০০ শতাংশ কমন আসবে বলে প্রচার চালান প্রতারকরা। এরপর দেশের বিভিন্ন জেলা হতে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ করলে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়া হবে বলে প্রলোভন দেখান প্রতারকরা। এরপরেই বিভিন্ন কোচিং সেন্টারের সাজেশনের প্রশ্ন পাঠিয়ে প্রথমে ৪০০ টাকা নিয়ে ভুয়া প্রশ্ন পাঠিয়ে দিত চক্রটি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি জানতে পেরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য হাসিব ও শান্তকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত তিনটি মুঠোফোন ও নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। চক্রের অপর সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।