আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফল ঘোষণা করা হবে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করবেন।
পরবর্তীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে বিস্তারিত পরীক্ষার ফল জানাবেন বলেও জানান তিনি।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ লাখ।