সারাদেশে বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থগিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগস্ট মাসে শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে আগস্টে এসএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন ঈদের পর প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন। কিন্তু ১৭ জুন দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।