এসএসসির আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'এসএসসি আগে আর কোনো পাবলিক পরীক্ষা হবে না। এছাড়া এইচএসসি পরীক্ষার নাম ও ধরণে পরিবর্তন আসছে।'
নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য কোনো বিভাজন করা হবে না বলেও জানান ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘কারিগরি শিক্ষা প্রাধান্য পাবে। ২০২৩ সাল থেকে এটি কার্যকর হবে।’
এ ছাড়া তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।