প্রচ্ছদ ›› শিক্ষা

চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২২ ১৯:০৬:৫০ | আপডেট: ৩ years আগে
চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধীন চ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তাদের ফলাফল দেখতে পারবেন অথবা শর্ট মেসেজ সার্ভিস (এসএমএস) এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।

১৬২৩১ নম্বরে পরীক্ষার রোল, ইউনিট লিখে মেসেজ করলে ফলাফল পাওয়া যাবে।

এ বছর 'চ' ইউনিটের ১৩০ আসনের বিপরীতে মোট সাত হাজার ৪৪০ জন শিক্ষার্থী আবেদন করেছে যার মধ্যে ২ জুলাই অনুষ্ঠিতব্য অঙ্কন পরীক্ষার জন্য মাত্র ১৫০০ শিক্ষার্থীকে বাছাই করা হবে।

এর আগে গত ১৭ জুন দেশের আট বিভাগে চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।