প্রচ্ছদ ›› শিক্ষা

ছিনতাইকারীর চুরিকাঘাতে শাবি ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২২ ২১:৫২:৩০ | আপডেট: ২ years আগে
ছিনতাইকারীর চুরিকাঘাতে শাবি ছাত্র নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র বুলবুল আহমেদ মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বুলবুলের সহপাঠী অমিত ভৌমিক।

তিনি জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল।

অমিত বলেন, ‘আমার বন্ধু বুলবুল আর আমাদের কাছে নেই। সন্ধ্যার বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় তাকে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা। তাকে হাসপাতালে আনা হলে সেখানে মারা যায় বুলবুল।’

এই বিষয়ে জানতে শাবিপ্রবির প্রক্টর ইশরাত ইবনে ইসমাইলকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।