রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মাথায় বিলবোর্ড ভেঙে পড়েছে। ফলে ওই ছাত্রী মাথা ফেঁটে যায়।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে এই ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সুমাইয়া মোস্তফা প্রাপ্তি। তিনি জবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, ওই বিলবোর্ডটি একটি মোবাইল কোম্পানির ছিল। সেটি পুরোনো ও জরাজীর্ণ হয়ে যাওয়ায় হঠাৎ ওই ছাত্রীর মাথায় ভেঙে পড়ে। ওই সময় প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিকেলে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে যেতে বলেন।
পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রীর মাথায় ২০টি সেলাই দেওয়া হয়। এ ছাড়া সিটিস্ক্যানের পর তাঁকে শঙ্কামুক্ত বলে ঘোষণা দেন জরুরি বিভাগের চিকিৎসক ।
এ বিষয়ে জবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক এবং সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, ‘ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। সেখানে সিটিস্ক্যান করা হয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে আমরা ন্যাশনাল মেডিকেলে নিয়ে এসেছি। আপাতত সে আশঙ্কামুক্ত।’
তিনি বলেন, পরবর্তীতে এমন ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
আহত প্রাপ্তীর বন্ধু মুন হাসান বলেন, প্রাপ্তি রাতে তার মেসের সামনেই একটি দোকান থেকে খাবার কিনতে গিয়ে ছিল। ফেরার সময় হঠাৎ করেই বিলবোর্ড ভেঙে পড়ে এবং আহত হন।