প্রচ্ছদ ›› শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স পরীক্ষা স্থগিত

১৮ জুন ২০২২ ১৪:০৪:০৩ | আপডেট: ৩ years আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড অনার্স পরীক্ষা স্থগিত
সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান বি.এড অনার্স পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে- বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান শুধুমাত্র ২০২০ সালের বি.এড অনার্স ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং ২০২০ সালের বি.এড অনার্স দ্বিতীয় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

স্থগিত এই দু’টি পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে।