প্রচ্ছদ ›› শিক্ষা

ডিজিটাল পদ্ধতিতে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিতরণ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২২ ১৩:৩০:০৫ | আপডেট: ২ years আগে
ডিজিটাল পদ্ধতিতে ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন বিতরণ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষায় কোন ধরনের অনিয়ম না হয় এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহনের উদ্দেশ্যে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার ডেন্টাল ভর্তি পরীক্ষা চলাকালীন রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একদিকে করোনা নিয়ন্ত্রণে, অন্যদিকে শিক্ষার্থীদের যাতে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করছি।

তিনি বলেন, ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান ১ করে পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকাতেই রয়েছে ৩১ হাজার ৩৫ জন। পরীক্ষায় মোট ২৬টি ভেন্যুর জন্য মোট হল সংখ্যা ৯২৯টি।

সরকারি ও বেসরকারি মেডিক্যালে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন ছাড়া জাতীয় মেধায় ৮০ শতাংশ ও জেলা কোটায় ২০ শতাংশ শিক্ষার্থী সুযোগ পাবে।