প্রচ্ছদ ›› শিক্ষা

ডিপ্লোমা কোর্স ৩ বছর করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়

১৩ আগস্ট ২০২২ ২০:২৩:৫৪ | আপডেট: ২ years আগে
ডিপ্লোমা কোর্স ৩ বছর করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়
সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি ও সময়সীমা কমিয়ে তিন বছরে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদ্যমান কোর্সটি চার বছরে নয়, তিন বছরে শেষ করা সম্ভব।

শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অনেক অবদান উল্লেখ করে দীপু মনি বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে তিন বছরের অনার্স কোর্স রয়েছে। আমাদের দেশে ডিপ্লোমা কোর্স চার বছরের নয়, তিন বছরে সম্পন্ন হলে শুধু যে সময় কমছে তা নয়- এর ফলে শিক্ষার মানেরও উন্নতি হবে।

তিনি জানান, ডিপ্লোমা কোর্সের সময়সীমা তিন বছর নির্ধারণ করা হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশের সময় বেশি পাবে, তেমনি আর্থিকভাবেও তারা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হবে।

বর্তমানে দেশে ৪ বছরের ডিপ্লোমা কোর্স চলমান রয়েছে।