প্রচ্ছদ ›› শিক্ষা

ডেঙ্গু ঝুঁকির মধ্যেই আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৩ ০৯:৪৮:৩১ | আপডেট: ৯ মাস আগে
ডেঙ্গু ঝুঁকির মধ্যেই আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

ডেঙ্গু ঝুঁকির মধ্যে আজ খুলছে দেশের সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে স্কুলগুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে হবে। এজন্য প্রস্তুতিও নেয়া হয়েছে।

রাজধানীর কয়েকটি স্কুলের শিক্ষকরা জানান, ঝুঁকি মোকাবেলায় অভিভাবকদের মোবাইলে কিছু সচেতনতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া প্রতিটি শ্রেণিকক্ষ, খেলার মাঠ, খোলা জায়গাসহ যেখানে পানি জমে, সেসব জায়গা পরিষ্কার করে স্প্রে করা হয়েছে।

বর্ষা মৌসুম চলাকালে প্রতিদিন স্কুল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাকে প্রাধান্য দেয়া হবে বলে জানান শিক্ষকরা।

সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত শুক্রবার রাজধানীতে ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে মৃত্যু হয়েছে দুই জন। জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তর জোনিয়েছে, সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমন আশঙ্কার মধ্যে ঈদুল আজহার ছুটি শেষে আজ রবিবার খুলছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে স্কুল-কলেজে কিছু নির্দেশনা মানতে হবে। গত ৬ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো-

১. খেলার মাঠ ও ভবন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাতে হবে।

প্রাথমিক স্কুলে মানতে হবে যেসব নির্দেশনা

ঈদের আগে গত ২৫ জুন এক নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে বলা হয়। একইসঙ্গে ঈদুল আজহার ছুটি-পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হবে।ঈদের আগে গত ২৫ জুন এক নির্দেশনা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয়