প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২২ ১৫:৩৭:৩১ | আপডেট: ১ year আগে
ঢাকা কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষ ইস্যুতে ঢাকা কলেজ ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেলের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. টি. এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কিছুটা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল ৯টার পর থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউমার্কেট এলাকায় দেখা যায়নি। সংঘর্ষ শুরুর প্রায় ৩ ঘণ্টা পর দুপুরের ১২টার দিকে আসে পুলিশ।

এরপর পুলিশ সদস্যরা দুই পক্ষকেই বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।

পাশাপাশি ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক দুই পক্ষকেই শান্ত করতে ঘটনাস্থলে আসেন। কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপের কারণে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে পারেননি বলে গণমাধ্যমে দাবি করেন।

এ সময় তারা উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানান।

এদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা পেটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত ৫ জন রিপোর্টার ও ক্যামেরাপারসন হামলার শিকার হন। তাদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, দীপ্ত টিভি, মাই টিভি ও এসএ টিভির সাংবাদিক রয়েছেন।

অভিযোগ রয়েছে, সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী একটি খাবারের দোকানে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ওই শিক্ষার্থীদের মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়।