প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাকা কলেজের সামনে দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২২ ২১:৫১:৫৫ | আপডেট: ৩ years আগে
ঢাকা কলেজের সামনে দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের সামনের সড়কে ঢাকা কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। ছোড়া হয় ইট-পাটকেল। বিস্ফোরণ ঘটানো হয় বেশ কয়েকটি ককটেল। 

সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।

নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী বলেন, “ঢাকা কলেজের তিন ছাত্রকে টিচার্স ট্রেনিং কলেজের ছাত্ররা মারধর করেছে। যতদূর জানি এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।”