প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাকায় ‌‘এশিয়ায় রাশিয়ান ভাষা’র আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত

টিবিপি ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ১৪:২৫:০৪ | আপডেট: ৪ মাস আগে
ঢাকায় ‌‘এশিয়ায় রাশিয়ান ভাষা’র আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত

রাশিয়ার বেসরকারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার অ্যান্ড রাশিয়ান ল্যাংগুয়েজ’ ডিসেম্বরে এশিয়ার তিনটি দেশে ‘এশিয়ায় রুশ ভাষা’ শীর্ষক একটি আন্তর্জাতিক ফোরামের আয়োজন করছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে রাশিয়ান হাউস ঢাকায় মালিকা ইউনিভার্সিটি কলেজের সহযোগিতায় এটি আয়োজন করেছে।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ।

তিনি বিশ্বে রাশিয়ান ভাষার গ্রহণযোগ্যতা, রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শেখার গুরুত্ব এবং রাশিয়ান শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানার জন্য রাশিয়ান ভাষা শেখার সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া যারা রুশ ভাষা জানেন তারা বাংলাদেশের বৃহৎ রূপপুর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে চাকরি পাওয়ার সম্ভাবনার কথা বলেন।

তিনি রুশ ভাষা শিক্ষার জন্য ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম এবং বাঙালিদের শেখার সুযোগের বিষয়েও কথা বলেন। ঢাকার রাশিয়ান হাউস বাংলাদেশের তরুণদের উন্নয়নে শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সর্বদা সক্রিয়।

‘অ্যাসোসিয়েশন অব টিচার্স অব লিটারেচার অ্যান্ড রুশ ল্যাংগুয়েজ সংগঠনের অফিসিয়াল প্রতিনিধি লোবজিনা আনাস্তাসিয়া, মিস্টার স্মাইলভেটস ডেমিয়ান সেমিনারটি পরিচালনা করেন। তারা শিক্ষার্থীদের জন্য রাশিয়া ভ্রমণ এবং সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি সাংস্কৃতিক এবং শিক্ষাগত বিষয়ে বক্তব্য রাখেন।

রুশ ভাষা এবং সংস্কৃতি শিক্ষা, অ্যাপ্লিকেশন, ই-বুক, ওয়েবসাইট এবং রুশ ভাষা এবং রুশ সংস্কৃতি শেখার জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করার সম্ভাবনা ও রাশিয়ান ভাষায় সাহিত্যের উপস্থাপনা করা হয়।

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পেশাজীবী, রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আগ্রহী রুশ ভাষার শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব যুব উৎসবে অংশ নিতে আগ্রহীরা উপস্থিত ছিলেন।