প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবি’র ‘খ’ ইউনিটে ৯০ ভাগ ভর্তিচ্ছুই ফেল

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৪:০৪:৩৬ | আপডেট: ৩ years আগে
ঢাবি’র ‘খ’ ইউনিটে ৯০ ভাগ ভর্তিচ্ছুই ফেল

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৯০.১৩ শতাংশই পাস করেননি। উত্তীর্ণ হয়েছেন ৯.৮৭ শতাংশ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ১৬.৮৯ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এমনটাই দেখা গেছে।

সোমবার দুপুর ১টার দিকে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে ফল ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার তৃতীয়বারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল।

‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৭৩ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৪৬ হাজার ৯৭২ জন।