প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২২ ১২:৪৬:১০ | আপডেট: ৩ years আগে
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর এ সংঘর্ষ শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে টিএসসি যাওয়ার পথে শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের বাধার মুখে পড়লে সংঘর্ষ শুরু হয়। 

দুপক্ষের ইটপাটকেল ছোড়ার পর ছাত্রলীগের প্রতিরোধের মুখে এক সময় দোয়েল চত্বর এলাকা ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, সংঘর্ষ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের গেটের পাশে ছাত্রদলের দুই নেতাকে মারধর করে ড্রেনে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা, এমন ছবি-ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের শহীদুল্লাহ হলের কর্মীরা এতে অংশ নেন বলে ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ।

গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন ওই দুই ছাত্রদল নেতা। তারা হলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক এজিএস ছাত্রদল নেতা আল আমিন বাবলু, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি মিনহাজুল আবেদীন নান্নু।

এর আগে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল।