প্রচ্ছদ ›› শিক্ষা

ঢাবিতে ভর্তি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২২ ১৬:৫৮:২৪ | আপডেট: ১ year আগে
ঢাবিতে ভর্তি আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম ১০ মে রাত ১২টা পর্যন্ত চলবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তির আবেদনের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রয়াত্ত ৪টি ব্যাংকের (সোনালী, অগ্রণী, জনতা, রুপালী) মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবে।

আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে প্রবেশপত্র।

শিক্ষার্থীরা ৮টি বিভাগীয় শহরের যে কোনো একটি পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করতে পারবেন। তবে, কোনো বিভাগীয় শহরে নির্দিষ্ট আসনসংখ্যা নেই। পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা অনুযায়ী বিভাগে আসনসংখ্যা নির্ধারিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ক- ইউনিটে ১৮৫১, খ- ইউনিটে ১৭৮৮, গ- ইউনিটে ৯৩০, ঘ ইউনিটে ১৩৩৬ এবং চ ইউনিটে ১৩০টি আসনের বিপরীত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা। সর্বমোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে ক ইউনিটে ৮.০০ (আলাদা করে ৩.৫), খ ইউনিটে ৭.৫ (আলাদা করে ৩.০০), গ ইউনিটে নূন্যতম জিপিএ ৭.৫ (আলাদা করে ৩.০০), ঘ ইউনিটে (বিজ্ঞান ৮.০,মানবিক ৭.৫, বিজনেস ৭.৫) এবং চ ইউনিটে ৬.৫ (আলাদা করে ৩.০০) থাকতে হবে।

অগামী ৩ জুন (শুক্রবার) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত খ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং ১৭ জুন (শুক্রবার) চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।