ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়।
শনিবার দেশের আটটি বিভাগের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এ বছর দেশের আটটি বিভাগেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছির এ ইউনিটের পরীক্ষার সমন্বয় করছেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বিষয়ে আমাদের সহায়তা করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
এবার ‘খ’ ইউনিটের এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মানে হলো প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।