দশম শ্রেণি পর্যন্ত আর কোনো গ্রুপ বিভাজন থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য কোনো বিভাজন থাকবে না। এইচএসসি পরীক্ষার নাম ও ধরণে পরিবর্তন আসছে।
এছাড়া ২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
এসময় শিক্ষামন্ত্রী আরও জানান, তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না। পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে।