প্রচ্ছদ ›› শিক্ষা

দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২২ ১০:১১:৩৬ | আপডেট: ১ year আগে
দাখিল পরীক্ষা শুরু ১৯ জুন
ফাইল ছবি।

২০২২ সালের দাখিল পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে। ৬ জুলাই পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ৭ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

মঙ্গলবার এ পরীক্ষার সূচিতে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। পরে সূচিটি প্রকাশ করে মাদরাসা শিক্ষা বোর্ড।

এর আগে গত ১৭ এপ্রিল দাখিল পরীক্ষার সূচি প্রস্তাব করেছিল মাদরাসা শিক্ষা বোর্ড। বোর্ড থেকে পাঠানো সূচিটি মঙ্গলবার অনুমোদন দেয়া হয়েছে।

এরইমধ্যে শেষ হয়েছে দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ। এসব পরীক্ষার্থীকে প্রস্তুতিমূলক পরীক্ষায় বসতে হবে ১৯ মে থেকে।

চলতি বছর দাখিল পরীক্ষায় প্রতি বিভাগের পরীক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। আর বাকি বিষয়গুলোতে পরীক্ষা হবে। দাখিলে চূড়ান্ত পরীক্ষায় প্রতি বিষয়ের পরীক্ষা হবে দুই ঘণ্টা করে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, দাখিল পরীক্ষা হবে ২০২২ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে। দাখিলে যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরে এবং যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। তবে ইংরেজি প্রথম পত্রে ৫০ ও দ্বিতীয় পত্রে ৫০ নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষা হবে দুই ঘণ্টা।

এর মধ্যে এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) অংশের সময় ২০ মিনিট এবং রচনামূলক বা সৃজনশীল অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। স্বাভাবিক সময়ে যেসব বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা সেগুলো ৩ ঘণ্টায় হতো।