বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন দিক দেখাশোনা করার জন্য দেশে ১২ হাজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের (সিএ) চাহিদা রয়েছে। কিন্তু বর্তমানে দেশে সিএ রয়েছেন মাত্র ২ হাজার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, চাহিদা ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গড়ে তোলার মধ্যে বড় ব্যবধান রয়েছে।
ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রি-আর্টিকেল অনুষ্ঠানে তিনি জানান, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের চাহিদা রয়েছে। তারা অন্যান্য পেশার তুলনায় আকর্ষণীয় বেতনও পাচ্ছেন। যেহেতু বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে, আমাদের দেশে ১২ হাজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রয়োজন, যেখানে আইসিএবি’র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আছে মাত্র ২ হাজার।
বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য ওই প্রোগ্রাম চালু করায় আইসিএবির প্রশংসা করে মো. মাহবুব হোসেন বলেন, এটি সময়োপযোগী সিদ্ধান্ত।
এ উদ্যোগ ভবিষ্যতে মেধাবী অনেক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তৈরিতে সাহায্য করবে উল্লেখ করে সচিব বলেন, শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি শিল্প, ব্যবসা এবং বাণিজ্যের বড় ক্ষেত্রে সিএ’র চাহিদা পূরণ করতে পারে না। কারণ এসব ক্ষেত্রে এমন ব্যক্তিদের প্রয়োজন, যাদের একাডেমিক যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতাও রয়েছে।
যেহেতু সিএ পেশাগত ডিগ্রির পাশাপাশি একজন শিক্ষার্থীকে ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন করে গড়ে তোলে, এ কারণেই এটি চাকরিপ্রার্থীদের তাদের কর্মজীবনে গুরুত্ব বাড়াবে বলেও উল্লেখ করেন মো. মাহবুব হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবি’র সভাপতি মাহমুদুল হাসান খসরু। এ সময় বাংলাদেশ স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবির রুমি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাদেকুল আরেফিন বক্তব্য রাখেন।