প্রচ্ছদ ›› শিক্ষা

দেশে লাইব্রেরির বড় অভাব: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২২ ১৫:৩১:৩৮ | আপডেট: ২ years আগে
দেশে লাইব্রেরির বড় অভাব: পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাদের দেশে লাইব্রেরির বড় অভাব। এক্ষেত্রে সিলেটের দক্ষিণ সুরমার গণগ্রন্থাগারটি এলাকায় জ্ঞানের আলো ছড়াবে।

শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সদরখলা এলাকায় দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জ্ঞান অর্জন করা কঠিন কিন্তু এর ফল খুব মিষ্টি উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে।

ড. মোমেন বলেন, সিলেটের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নে গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম আজীবন কাজ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার অনেক অবদান রয়েছে।

এসময় দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নুরুল ইসলাম তার বন্ধু প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। বিশেষ করে দেশের উন্নয়নের লক্ষ্যে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রবাসীদের দাবি আদায়ে কাজ করেছেন নুরুল ইসলাম।