প্রচ্ছদ ›› শিক্ষা

দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই: শিক্ষামন্ত্রী

ইউএনবি
১৪ অক্টোবর ২০২২ ১৯:৪৩:২৮ | আপডেট: ২ years আগে
দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই।

শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তচিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তিবান্ধব নয় প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে।

তিনি বলেন, বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা হলো বিতর্ক একজন মানুষকে পরম সহিষ্ণু হতে শেখায়।

১৩-১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সারা দেশের ৩২ বিশ্ববিদ্যালয় ও ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার বিতর্কিত ও বির্তক অনুরাগী অংশগ্রহণ করেন। এ ধরনের অনুষ্ঠান চাঁদপুরে এটাই প্রথম।