প্রচ্ছদ ›› শিক্ষা

দেড় বছর পর খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২১ ১০:৪০:৩১ | আপডেট: ৩ years আগে
দেড় বছর পর খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার আজ থেকে খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।

মঙ্গলবার সকাল আটটায় হলগুলো খুলে দেওয়া হয়। এরপর স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা করোনার টিকা নেওয়ার সনদ দেখিয়ে সকাল ৮টা থেকে হলে উঠছেন। শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছেন হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

হলের প্রবেশপথে শিক্ষার্থীদের থেকে টিকা গ্রহণের সনদ ও হল কার্ড দেখে তাদের ছাত্রত্ব চিহ্নিত করছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। এরপর ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে একটি মাস্ক, চকলেট ও একটি নির্দেশনা।

দেশে করোনা শনাক্তের পর গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খালি করে দেওয়া হয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়টিতে ১৯টি হল ও চারটি হোস্টেলে ২৬ হাজারের মতো শিক্ষার্থী থাকছে, যদিও এগুলোর শিক্ষার্থী ধারণ ক্ষমতা এর প্রায় অর্ধেক।

তবে করোনার অবসান না হওয়ায় সব শিক্ষার্থী এখনই হলে উঠতে পারছে না। শুধুমাত্র স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা হলে উঠছেন। ধাপে ধাপে শিক্ষার্থীদের হলে তোলার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।