প্রচ্ছদ ›› শিক্ষা

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২ ১০:০২:০৪ | আপডেট: ৩ years আগে
ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ বরখাস্ত

আর্থিক অনিয়মসহ নানা অভিযোগের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদসহ তিন শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি।

শনিবার রাতে জরুরী এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজের ব্যবস্থাপনা কমিটি।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী ও গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামান।

গত শুক্রবার প্রেসক্লাবে অধ্যক্ষ ও তিন শিক্ষকের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর শনিবার সকালে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এতে যোগ দেন শিক্ষার্থীরাও। এরই ধারাবাহিকতায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত এলো। তবে বহিষ্কারের সিদ্ধান্তের পরও উত্তেজনা চলছে প্রতিষ্ঠানটিতে।

আরও পড়ুন- অধ্যক্ষের পদত্যাগ দাবিতে ধানমন্ডি আইডিয়াল কলেজে বিক্ষোভ

শিক্ষকরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হচ্ছে বর্তমান ভাইস প্রিন্সিপাল মুজিবর রহমানকে। আর এতেও তারা সম্মত নন। তাদের দাবি, সৎ ব্যক্তিকে প্রতিষ্ঠানের প্রধান করতে হবে। অন্যথায় তারা ক্যাম্পাসে অবস্থান নেবেন।

অধ্যক্ষ জসিম উদ্দীন আহম্মেদ ২০১৭ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যক্রম, অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে।