প্রচ্ছদ ›› শিক্ষা

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৮৬ ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি

টিবিপি ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪ ১৯:৪৬:৫০ | আপডেট: ৩ মাস আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৮৬ ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘অ্যাওয়ার্ড সেরিমনি ফর দ্য স্কলারস-স্প্রিং ২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ফাইন্যান্সিয়াল এইড অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের ওপর ভিত্তি করে মোট ৮৬ জন ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. হেলাল আহমেদ, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. এসকে তৌফিক এম হক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন ড. জাভেদ বারী এবং স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন ড. হাসান মাহমুদ রেজা।

উপস্থিত সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান এনএসইউ’র ফিন্যান্সিয়াল এইড অফিসের পরিচালক জাফর ইকবাল রাসেল। অনুষ্ঠানে এনএসইউ’র চার স্কুলের ডিন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য আন্তরিক শুভকামনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. আব্দুর রব খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা একটি অন্যরকম যাত্রা। কর্ম এবং পরিশ্রমই তোমাদের ক্যারিয়ার গঠন করবে। পড়াশোনার পাশাপাশি জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ড. হেলাল আহমেদ বলেন, ‘তোমরাই এনএসইউর ভবিষ্যৎ; তোমাদের মাধ্যমে সবাই যেন ইতিবাচক বার্তা পায় তা নিশ্চিত করতে হবে।’

ড. জাভেদ বারী ছাত্রদের বুদ্ধিবৃত্তিক প্রতিভার কথা উল্লেখ করে বলেন, ‘আজকের এই অর্জন তোমাদের নিষ্ঠা ও সম্ভাবনার প্রমাণ। এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

ড. এসকে তৌফিক এম. হক বলেন, ‘শিক্ষার দিকে যাত্রা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তোমাদের আজকের অর্জন কেবল শুরু এবং আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

ড. হাসান মাহমুদ রেজা বলেন, ‘উৎকর্ষের দিকে এই যাত্রা অব্যাহত রাখতে হবে। তোমাদের এই একাডেমিক স্বীকৃতি প্রশংসনীয়, তবে ভবিষ্যতে এই ধারা বজায় রাখতে হলে কঠোর পরিশ্রম করে যেতে হবে।’