প্রচ্ছদ ›› শিক্ষা

নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২ ০৯:৪৫:৫৬ | আপডেট: ২ years আগে
নিখোঁজের ৩ দিন পর শীতলক্ষ্যায় মিলল বুয়েট শিক্ষার্থীর মরদেহ
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীর বনানী ঘাটসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

নৌ-পুলিশ জানায়, স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় শনাক্ত হয়েছে।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, নিহত ফারদিন নূর পরশ (২৪) নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার কাজী নূরউদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে ৪ নভেম্বর পরশ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের বাবা কাজী নুরুদ্দিন ঢাকার রামপুরা থানায় একটি জিডি করেছিলেন।

তিনি বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই ছাত্রের স্বজনরাও কিছুই বলতে পারছেন না। বিষয়টি আমরা তদন্ত করছি।