প্রচ্ছদ ›› শিক্ষা

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সোমবার

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২ ২১:০৮:৪৫ | আপডেট: ১ year আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সোমবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাহবুবুর রহমান তুহিন বলেন, সোমবার বিকেল ৩টার দিকে ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলাফল ওয়েবসাইটে এবং উত্তীর্ণদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) একজন কর্মকর্তা বলেন, সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল তৈরির সব কাজ শেষ। আগামীকাল বিকেলের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ জানান, ১৩ লাখের বেশি প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন। বিজ্ঞপ্তি অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছে মন্ত্রণালয়।

ডিপিই সূত্রে জানা গেছে, চলমান নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরে ২৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর বাইরে অনুমোদিত ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরপর ধাপে ধাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা শুরু হয়।