প্রচ্ছদ ›› শিক্ষা

‘প্রাথমিক শিক্ষায় প্রোগ্রামিং যুক্ত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২২ ১৮:২৬:৫৫ | আপডেট: ১ year আগে
‘প্রাথমিক শিক্ষায় প্রোগ্রামিং যুক্ত করতে হবে’

শিক্ষার্থীদের ভবিষ্যত পেশার জন্য নয় বরং তাদের চিন্তার জগতকে বিকশিত করতেই প্রোগ্রামিংয়ের ধারণা অপরিহার্য। এ লক্ষ্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে তাদেরকে প্রোগ্রামিংয়ে যুক্ত করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শনিবার রাজধানীতে ভার্র্চূয়ালি আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তিখাতে মেয়েদের অন্তর্ভূক্তিকরণ-বিডি গার্লস প্রকল্পের অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, নারীদের জন্য সুষ্ঠু কাজের পরিবেশ তৈরি করার পাশাপাশি তাদের কর্মজীবনেরও নিরাপত্তা দিতে হবে। এ ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতার বড় অর্জন হচ্ছে, আমরা আমাদের মেয়েদের শিক্ষায় সম্পৃক্ত করতে পেরেছি। মেয়েদের কাজের উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে পারলে তাদের পক্ষে অসম্ভব সৃজনশীল কাজ করা সম্ভব। এ ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার বলেও ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার মনে করেন।