প্রচ্ছদ ›› শিক্ষা

ফের রণক্ষেত্র নিউমার্কেট, সাংবাদিকসহ আহত অন্তত ৪০

নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২২ ১৩:৫৭:২২ | আপডেট: ২ years আগে
ফের রণক্ষেত্র নিউমার্কেট, সাংবাদিকসহ আহত অন্তত ৪০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষে ৫ সাংবাদিকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ফলে রাজধানীর ব্যস্ততম মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার রাত ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত চলা এ সংঘর্ষ কিছুটা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল ৯টার পর থেকে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতে বিপুল পুলিশের উপস্থিতি থাকলেও আজ দুপুর পর্যন্ত কাউকে নিউমার্কেট এলাকায় দেখা যায়নি৷ সংঘর্ষ শুরুর প্রায় ৩ ঘণ্টা পর দুপুরের ১২টার দিকে আসে পুলিশ।

এরপর পুলিশ সদস্যরা দুই পক্ষকেই বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। 

এর আগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক দুই পক্ষকেই শান্ত করতে ঘটনাস্থলে আসেন। কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপের কারণে ব্যবসায়ীদের সংঙ্গে কথা বলতে পারেননি বলে গণমাধ্যমে দাবি করেন।

এ সময় তারা উভয় পক্ষকেই আলোচনার মাধ্যমে সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানান।

এদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিউমার্কেটসহ আশপাশের বিভিন্ন মার্কেটের দোকানের কর্মচারীরা পেটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ নিয়ে সত্য তথ্য প্রকাশ করছেন না সাংবাদিকেরা।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে আসা বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের অন্তত ৫ জন রিপোর্টার ও ক্যামেরাপারসন হামলার শিকার হন। তাদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, দীপ্ত টিভি, মাই টিভি ও এসএ টিভির সাংবাদিক রয়েছেন।

অভিযোগ রয়েছে, সোমবার রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের ৩ শিক্ষার্থী একটি খাবারের দোকানে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ওই শিক্ষার্থীদের মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে বেশ কয়েকজন আহত হয়।