বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জগঠন করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামি বছরের ২৩ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন আদালত। শুনানিকালে জামিন থাকা রুমা সরকার আদালতে হাজির ছিলেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০২১ সালের ১৯ অক্টোবর ফেসবুক লাইভে এসে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তা নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড হিসেবে গুজব ও ভয়ভীতি ছড়ান রুমা। এ অভিযোগে রুমা সরকারকে গ্রেপ্তার করে র্যাব। তার দুই মোবাইল ফোনে বিভ্রান্তি সৃষ্টিকারী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, বানোয়াট, গুজব সৃষ্টিকারী উসকানিমূলক ভিডিওচিত্র পাওয়া যায়।
২১ অক্টোবর র্যাব-৩’র নায়েব সুবেদার মো. মনির উদ্দিন রাজধানীর রমনা মডেল থানায় রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।