বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের পরিচালিত এসএসসি প্রোগ্রামের আগামী ২৪ জুন থেকে অনুষ্ঠেয় ১ম ও ২য় বর্ষ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
একই সাথে বিএজিএড, বি.এসসি(অনার্স), ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন (বিএফএসএন), মাস্টার্স অব পাবলিক হেল্থ, মাস্টার্স অব ডিজএবিলিটি ম্যানেজমেন্ট এ্যান্ড রিহ্যাবিলিটেশন পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। রোববার বাউবি’র ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।