প্রচ্ছদ ›› শিক্ষা

বিশ্ববিদ্যালয়ছাত্রের পেটে ছুরি মারল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
০৮ এপ্রিল ২০২১ ১৯:২৭:৪৮ | আপডেট: ৪ years আগে
বিশ্ববিদ্যালয়ছাত্রের পেটে ছুরি মারল দুর্বৃত্তরা

বগুড়ায় তানভীর রহমান (২০) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টায় শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত তানভীর ১ নম্বর ওয়ার্ডের গোয়ালগাড়ি এলাকার রতন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রাত ৮টার সময় তানভীর তার নিজের মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন যুবক অপর প্রান্ত থেকে মোটরসাইকেলে করে এসে তার পেটে ছুরি মেরে চলে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানী জানান, ছুরিকাঘাত হওয়া স্থানে প্রতিদিন বিপুল সংখ্যক বখাটে ছেলেদের আড্ডা বসে। এ কারণে প্রায় সেখানে নানারকম ঝামেলার সৃষ্টি হয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনার পরে আমরা আহতের সঙ্গে কথা বলেছি। তবে প্রাথমিকভাবে সে কাউকে চিনতে পারেনি। তার পেটের বামে ও বুকের নিচে ২ জায়গায় আঘাত হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’