প্রচ্ছদ ›› শিক্ষা

বুয়েটছাত্র ফারদিনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২২ ২১:০৩:৪৯ | আপডেট: ২ years আগে
বুয়েটছাত্র ফারদিনের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে বুয়েটছাত্র ফারদিন নূর পরশের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে দাফন করা হয়।

এর আগে বিকেল সোয়া ৫টায় ফ্রিজিং গাড়িতে ফারদিন নূর পরশের লাশ দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে আনা হয়। এসময় তার বাবা কাজী নূর উদ্দিন রানা, চাচা আবু ইউসুফ, ছোট ভাই সালেহ নুরসহ পরিবারের অনেকে সঙ্গে ছিলেন।

এর আগে আজ দুপুরে ময়নাতদন্ত শেষেনারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ থেকে ফারদিনের লাশ রাজধানীর বুয়েট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা হয়। এতে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা।

বিকেল ৩টায় তার লাশ রাজধানীর ডেমরার কোনাবাড়ির ভাড়াবাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার দ্বিতীয় জানাজা হয়। এতে উপস্থিত ছিলেন এলাকাবাসী ও স্বজনরা।

পরশের বাবা কাজী নূর উদ্দিন রানার বন্ধু গোলাম সারোয়ার্দী বলেন, ‘ফতুল্লার দেলপাড়ায় ফারদিনকে দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড, আমরা এর বিচার চাই।’

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট থেকে ফারদিনের লাশ উদ্ধার করে করেছে নৌ পুলিশ। ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি বুয়েট ডিবেটিং ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন ফারদিন।

ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন বিজনেস পত্রিকা ‘দ্য রিভারাইন’–এর সম্পাদক ও প্রকাশক। ফারদিনের মা ফারহানা ইয়াসমিন গৃহিণী। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায়।

ছেলের লাশ উদ্ধারের পর কাজী নূর উদ্দিন বলেছিলেন, ‘গত শুক্রবার রাত সাড়ে ১১টার পর থেকে ফারদিনের মোবাইল ফোন বন্ধ ছিল। তার সর্বশেষ অবস্থান ছিল রামপুরা থানা এলাকায়। কোথাও তার খোঁজ না পেয়ে ওই থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি করা হয়। নৌ পুলিশের ফোন পেয়ে নারায়ণগঞ্জে গিয়ে ফারদিনের লাশ শনাক্ত করি।’