প্রচ্ছদ ›› শিক্ষা

মাস্টার্সের আটকে থাকা পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২১ ২১:২৩:১৬ | আপডেট: ৩ years আগে
মাস্টার্সের আটকে থাকা পরীক্ষার রুটিন প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়

স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

এদিকে, ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।