প্রচ্ছদ ›› শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২২ ১৫:২২:০২ | আপডেট: ৩ years আগে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে এগিয়ে রয়েছে মেয়ারা, তাদের পাসের হার ৫৬ দশমিক ৬ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৪৩ দশমিক ১৩ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এ ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এবার ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জনের আবেদনের বিপরীতে পরীক্ষার্থী অংশ নেয় ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। মেধা কোটায় রয়েছে ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন, উপজাতীয় কোটায় ৩৩ জন।

সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে পড়ার সুযোগ পাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনায় দেশের সংকটকালেও আমরা সুষ্ঠুভাবে লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা নিতে পারছি। অনিয়িম যাতে না হয় সেজন্য আমরা ৩ টি আলাদা শক্তিশালী কমিটি করেছি। প্রশ্নপত্র প্রনয়ন, পরীক্ষা গ্রহনে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেয়া ছিল। এজন্য বিগত কয়েকবছরের মত এবারো এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কোনরকম অনিয়ম দেখা দেয়নি।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।