প্রচ্ছদ ›› শিক্ষা

মেডিকেলে চান্স পাওয়া জেলে পল্লীর মেয়ের পাশে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২২ ১৭:২৩:৫৯ | আপডেট: ৩ years আগে
মেডিকেলে চান্স পাওয়া জেলে পল্লীর মেয়ের পাশে র‍্যাব

৭৪ স্কোর নিয়ে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পাওয়া সাতক্ষীরার তালায় জেলে পল্লীর দারিদ্র পরিবারের সন্তান মারুফা খাতুনের পাশে দাঁড়িয়েছে র‌্যাব-৬।

শুক্রবার সাতক্ষীরা তালা উপজেলা সদরের জেয়ালানলতা গ্রামে মারুফার বাড়িতে হাজির হয়ে তার হাতে শিক্ষা উপবৃত্তি তুলে দেন র‌্যাব সদস্যরা।

মারুফা বলেন, পারিবারিকভাবে আর্থিক অনটনের মধ্য দিয়ে নিজের ইচ্ছা শক্তি ও সকলের দোয়াতে এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। কিন্তু ভতির্র জন্য ২৫ থেকে ৩০ হাজার টাকার প্রয়োজন। আমার হতদরিদ্র বাবার পক্ষে এই টাকা জোগাড় করা কোনভাবেই সম্ভব হচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানার পর সাতক্ষীরার র‌্যাব-৬ এর সদস্যরা ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিয়েছে।

তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, পরিবারটি খুব অসহায়। সহায় সম্বলহীন মানুষ। গরীব পরিবারের মেয়েটি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে এলাকার সুনাম বয়ে এনেছে। ভর্তির সুযোগ পেলেও ভর্তির টাকাও নেই তাদের। র‌্যাবের পক্ষ থেকে ভর্তির জন্য সহায়তা করে মানবতার সেবায় দৃষ্টান্তস্থাপন করলেন র‌্যাবের কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন।

র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হুসাইন বলেন, র‌্যাবের কাজই হচ্ছে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। খবরটি পাওয়ার পর আমরা তাকে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা দিয়েছি। এছাড়া সমাজে মারুফার মত এমন যারা রয়েছে তাদের পাশেও র‌্যাব দাঁড়াতে চাই।

এসময় সেখানে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ডিএডি এসএম জিলুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।