সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা শুরু পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। পরীক্ষায় থাকছে ১০০ নম্বরের এমসিকিউ।
এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। এ সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন।
সারাদেশে সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরীতে ১৮টি কেন্দ্রে মোট ৬১ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
পরীক্ষায় যে কোনো ধরনের অসদুপায় রোধে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।